One act of kindness goes a long way

Shaping Bangladesh, one smile at a time

ভুমিকা

সমাজের হতদরিদ্র, অসহায়-দুঃস্থ ও অসুস্থ-বয়বৃদ্ধ নারি-শিশুদের সেবা প্রদানের মাধ্যমে সমাজের সকল ক্ষেত্রে টেকসই উন্নয়নের লক্ষ্যে সমাজের সকলকে নিয়ে আরত-মানবতার সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে শার্প ফাউন্ডেশন। জাতি, ধর্ম-বর্ণ, গোত্র নির্বিশেষে মানবিকতার আলোকবর্তিকা মন ও মননে ধারন করে শান্তি ও সমৃদ্ধির পথে পথ চলা শুরু করেছে শার্প ফাউন্ডেশন। সততা, স্বচ্ছতা, যোগ্যতা, মেধা, দক্ষতা ও জবাবদিহিতার একনিষ্ঠ ধারক ও বাহক এই ফাউন্ডেশন। সমাজের সবার সহযোগিতা গ্রহণ করে সেগুলোর সঠিক ও সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সর্বোচ্চ ফলাফল নিশ্চিত করতে ফাউন্ডেশন বদ্ধ পরিকর। আর সেই লক্ষ্যে একটি অলাভজনক, অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে কাজ করে যাচ্ছে শার্প ফাউন্ডেশন।

Our Approach

পটভূমি

২০১৪ সালের জুলাই মাসে বগুড়া জেলার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের সমজাতাইর গ্রামের হতদরিদ্র, অসহায়-দুঃস্থ ও অসুস্থ বয়োবৃদ্ধদের সেবা প্রদানের লক্ষ্যে স্বল্প পরিসরে যাত্রা শুরুর পরিকল্পনা। অতঃপর পরিকল্পনা বাস্তবায়নকালে সম্পূর্ণ ইউনিয়নের মোট ৬৫ টি পরিবারকে মাসিক খাদ্য সহায়তাসহ নগদ আর্থিক প্রণোদনা দেয়ার কার্যক্রম বাস্তবায়ন শুরু। উক্ত কার্যক্রমের আওতায় পরিবারসমূহকে বাছাই করার কাজটি ছিল সবচেয়ে জটিল ও কঠিন। আর এইসব কাজ করতে যেয়ে আস্তে আস্তে যুক্ত হতে থাকে স্বাবলম্বী প্রকল্প, মাসিক স্বাস্থ্য সুবিধা কর্মসূচী, শিক্ষা বৃত্তি প্রকল্প, গৃহায়ন প্রকল্প, সুপেয় পানির জন্য নলকূপ স্থাপন প্রকল্প, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণ প্রকল্প, প্রাকৃতিক দুর্যোগকালীন সহায়তা প্রদান প্রকল্পসহ সামাজিক সচেতনতামূলক নানাবিধ প্রকল্প। নিজেদের গ্রামের গণ্ডি পেরিয়ে ইউনিয়ন অতঃপর সমগ্র উপজেলায় কার্যক্রম পরিচালনা করা শুরু করা হলো নিরবে-নিভৃতে। সর্বদাই আমরা ছিলাম প্রচার বিমুখ। আমাদের সার্বিক কর্মকাণ্ড সর্বোপরি প্রশংসিত হলেও আমরা কখনোই এসব কাজ নিয়ে প্রচারনা চালাতামনা। ছিলোনা সামাজিক বা গণমাধ্যমের কোন স্পর্শ। কাজগুলো সর্বদাই যথেষ্ট সতর্কতার সাথে যত্নসহকারে সম্পাদন করা হত। সমাজের বিভিন্ন ধরনের মানুষ আন্তরিকতার সাথে এইসব কাজের সাথে নিজেদেরকে সংযুক্ত করতে থাকে। বৃদ্ধি পেতে থাকে কাজের কলেবর। কিন্তু সর্বদাই ভবিষ্যতের একটি পরিকল্পনা, একটি স্থায়ী কোন কিছু করার বাসনা তাড়িয়ে বেড়াতো আমাদের সংশ্লিষ্ট সকলকে। এরই সাথে যুক্ত হলো অশতীপর বয়োবৃদ্ধগণের নানাবিধ সমস্যার খেরোখাতা। আমরা সেই সমস্যাগুলোর সমাধানের জন্য সচেষ্ট হলাম। অবশেষে সকল কাজের একটা সাংগঠনিক রূপ দেয়ার প্রয়াসে সবার আকুন্ঠ সমর্থন অতঃপর সিদ্ধান্ত। আর এখন সেই সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা সবাই সারথী।

01.

— ভিশন

আমাদের উদ্দেশ্য সমাজের গ্রামীণ মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের মাধ্যমে সমাজে সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠা করা। সোসাইটির লক্ষ্যঃ “শার্প ফাউন্ডেশন” একটি সমাজ কল্যাণ মূলক প্রতিষ্ঠান যা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, বাংলাদেশের সামাজিক কাঠামো এবং স্তরবিন্যাসকে অবলোকন করে সমাজের তথা পল্লীর সুবিধা বঞ্চিতদের সমষ্টিগতভাবে মৌলিক তথা মানবিক অধিকার নিশ্চিতকরণের প্রয়াস চালাবে। বাংলাদেশের দরিদ্র, নিপীড়িত, নির্যাতিত ও অসহায় জনগোষ্ঠীর অর্থনৈতিক, সামাজিক, মানবিক, পরিবেশ বিষয়ক অধিকার ও দায়বদ্ধতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে বিজ্ঞান-গবেষণা ভিত্তিক সুস্থ জীবন ব্যবস্থা ও শোভন সমাজ গড়ে তোলার জন্য কর্ম পরিকল্পনা গ্রহণ ও পরিচালনা করবে।

02.

— উদ্দেশ্য

  • কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র দূরীকরণ এবং আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন
  • মানবাধিকার ও মৌলিক অধিকার নিশ্চিতকরণ
  • অসহায়, দরিদ্র, নির্যাতিত ব্যক্তিদের আইনগত সহায়তা প্রদান
  • শিশু কল্যাণ ও আইনগত সহায়তা প্রদান
  • কিশর-কিশরী উন্নয়ন
  • শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের কল্যাণ
  • বয়স্ক কল্যাণ ও পুনর্বাসন
  • সকলের সুস্বাস্থ্য নিশ্চিতকরণ, বিশেষত মা ও শিশু স্বাস্থ্য নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনা গ্রহনে সহায়তা করা
  • নিরাপদ পানি পান নিশ্চিতকরণ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবহার ও স্বাস্থ্য বিধির প্রসার
  • মৌলিক ও প্রাতিষ্ঠানিক উভয় শিক্ষার প্রসার ঘটানো
  • বিজ্ঞান, গবেষণা ও পরামর্শমূলক কর্মকাণ্ডের প্রসার
  • প্রাকৃতিক পরিবেশ উন্নয়ন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও সামাজিক বনায়ন প্রকল্প গ্রহণ
  • কৃষি ব্যবস্থার আধুনিকায়ন ও উন্নয়ন
  • গ্রামীণ জীবনযাত্রার উন্নয়ন
  • প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রান ও পুনর্বাসনে সহায়তা প্রদান কর্মসূচী
  • ক্ষুদ্র ও কুটির শিল্প বিকাশে পদক্ষেপ গ্রহণ
  • অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধন
  • নৃতাত্ত্বিক ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সচেষ্ট থাকা
  • আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে আর্থিক সহায়তা বা ঋণ কর্মসূচী পরিপালন

ইউনিকোড

কোনো কথা শোনামাত্রই কি তুমি তা বিশ্বাস করবে? হয়তো বলবে, করবে, হয়তো বলবে