আমাদের উদ্দেশ্য সমাজের গ্রামীণ মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের মাধ্যমে সমাজে সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠা করা।
সোসাইটির লক্ষ্যঃ
“শার্প ফাউন্ডেশন” একটি সমাজ কল্যাণ মূলক প্রতিষ্ঠান যা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, বাংলাদেশের সামাজিক কাঠামো এবং স্তরবিন্যাসকে অবলোকন করে সমাজের তথা পল্লীর সুবিধা বঞ্চিতদের সমষ্টিগতভাবে মৌলিক তথা মানবিক অধিকার নিশ্চিতকরণের প্রয়াস চালাবে। বাংলাদেশের দরিদ্র, নিপীড়িত, নির্যাতিত ও অসহায় জনগোষ্ঠীর অর্থনৈতিক, সামাজিক, মানবিক, পরিবেশ বিষয়ক অধিকার ও দায়বদ্ধতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে বিজ্ঞান-গবেষণা ভিত্তিক সুস্থ জীবন ব্যবস্থা ও শোভন সমাজ গড়ে তোলার জন্য কর্ম পরিকল্পনা গ্রহণ ও পরিচালনা করবে।